শেয়ার করুন বন্ধুর সাথে

নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এমন একটি ভেক্টর যার নির্দিষ্ট দিক বা ধারক নেই। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না, তাকে শূন্য ভেক্টর বলে। এক্ষেত্রে ভেক্টরের প্রারম্ভবিন্দু ও প্রান্তঃবিন্দু একটিমাত্র বিন্দু হয়। যেমন : AA, BB  শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে 0 দ্বারা সূচিত করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ