শেয়ার করুন বন্ধুর সাথে

সিনারন প্লাস ট্যাবলেট এ আছে সিনারিজিন + ডাইমেনহাইড্রিনেট। সিনারন প্লাস ট্যাবলেট এর কাজঃ ১। মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমনক) মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিমুনি, কানে ভোঁ ভোঁ শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লােপ পাওয়া, অমনােযােগিতা এবং বয়ােঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ। খ) মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ। গ) স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ। ঘ) মাইগ্রেন। ২। পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমনক) মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারনে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গ সমূহ, যেমন- গ্যাংগ্রিন-এর পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত। ৩। ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ, যেমনক) কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবােধ, মাথাঘােরা, কানে কম শােনা, ডিজিনেস, কানে অস্বস্তিকর শব্দ শােনা, অনিচ্ছাকৃত চোখ ঘােরা, বমি বমি ভাব বা বমি হওয়া। খ) ভ্রমণ জনিত অসুস্থতায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সিনারন প্লাস ট্যাবলেট এ আছে সিনারিজিন + ডাইমেনহাইড্রিনেট। সিনারন প্লাস ট্যাবলেট এর কাজঃ ১। মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমনক) মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিমুনি, কানে ভোঁ ভোঁ শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লােপ পাওয়া, অমনােযােগিতা এবং বয়ােঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ। খ) মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ। গ) স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ। ঘ) মাইগ্রেন। ২। পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমনক) মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারনে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গ সমূহ, যেমন- গ্যাংগ্রিন-এর পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত। ৩। ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ, যেমনক) কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবােধ, মাথাঘােরা, কানে কম শােনা, ডিজিনেস, কানে অস্বস্তিকর শব্দ শােনা, অনিচ্ছাকৃত চোখ ঘােরা, বমি বমি ভাব বা বমি হওয়া। খ) ভ্রমণ জনিত অসুস্থতায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ