পরীক্ষাগারে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়। এসব গ্লাসসামগ্রী ব্যবহারের সুবিধাগুলো নিম্নরূপঃ  ১. গ্লাসসামগ্রী স্বচ্ছ হওয়ায় গ্লাসের ভিতরের দ্রবণ বাইরে থেকে দেখা যায়। ২. গ্লাসের তাপ প্রসারাঙ্ক কম। কাজেই তাপ পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয় না। ৩. গ্লাসসামগ্রী তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। ৪. গ্লাসসামগ্রী রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় হয়।  ৫. এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক উচ্চ হওয়ায় তাপ প্রয়োগে ভৌত অবস্থার পরিবর্তন হয়না। ৬. গ্লাসসামগ্রী দামে সস্তা। ৭. গ্লাসসামগ্রীতে সহজেই দাগাঙ্কিত করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ