শেয়ার করুন বন্ধুর সাথে

ফ্লু (ইনফ্লুয়েঞ্জা) হলো ভাইরাস ঘটিত একটি সাধারণ সংক্রমণ, যা কাশি এবং হাঁচির মাধ্যমে ছড়ায়। বছরের যে কোনও সময় আপনার ফ্লু হতে পারে, কিন্তু সাধারণত শীতকালেই বেশি হয়, আর সেজন্য এটি সিজনাল ফ্লু নামেও পরিচিত। ইনফ্লুয়েঞ্জা আরএনএ ভাইরাসের কারণে হয়, যার ফলে শ্বাসনালীতে সংক্রমণ হয়। সাধারণ ঠাণ্ডা লাগার মতো অন্যান্য ভাইরাল ইনফেকশনের তুলনায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে গুরুতর অসুস্থতা হতে পারে এবং এর ফলে মৃত্যুর হার 0.1 শতাংশ। বেশিরভাগ ক্ষেত্রেই ইনফ্লুয়েঞ্জা এক সপ্তাহ অথবা 10 দিনের মধ্যেই সেরে যায়। 5 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে। গর্ভবতী মহিলা, যেসব ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাজ করেন এমন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্রের অসুখে ভুগছেন, এরকম ব্যক্তিদেরও ইনফ্লুয়েঞ্জায় সংক্রমিত হওয়ার অত্যাধিক ঝুঁকি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ