ফ্যালিওপিয়ান টিউবগুলি হল এক জোড়া ক্ষুদ্র নল যা ডিম্বাশয় থেকে ডিম্বক জরায়ুতে বহন করে। মানুষের ক্ষেত্রে, ডিম্বকের গর্ভ্নিষেক ফ্যালিওপিয়ান টিউবের মধ্যেই ঘটে। ফ্যালিওপিয়ান টিউবের মধ্যে কোনো রকম বাধা বা প্রতিবন্ধকতা থাকলে ডিম্বকগুলিকে টিউবে প্রবেশ করতে বা টিউবের মধ্যে দিয়ে জয়ায়ুতে পৌঁছতে বাঁধাপ্রাপ্ত হয়।এটি জরায়ুর অবস্থা বা এসটিডি দ্বারা সৃষ্ট হতে পারে এবং এটির উপর নজর রাখা প্রয়োজন এক্টোপিক গর্ভাবস্থা এবং ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা বা বন্ধ্যাত্ব এড়ানোর জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ