নখে ছত্রাকের সংক্রমণ নীচে দেওয়া উপসর্গগুলির মধ্যে যেকোন একটির কারণে হতে পারে:   নখের চারপাশে ব্যথা। নখের চারপাশের অংশ ফোলা। নখের আকারের পরিবর্তন। নখ শক্ত হয়ে যাওয়া। নখের রঙের ফ্যাকাশেভাব বা পরিবর্তন হয়ে যাওয়া। ভাঙ্গা নখ। নখের ভিতর ময়লা জমে থাকা। নখের প্রান্ত ভাগ ভেঙ্গে ভেঙ্গে যাওয়া। নখের চকচকে ও উজ্জ্বলভাব কমে যাওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ