শেয়ার করুন বন্ধুর সাথে

যদি চিকিৎসক কোলেস্ট্যাসিসের সন্দেহ করেন, তাহলে নিম্নলিখিত পরীক্ষাগুলি করতে বলেন: লিভার কার্যপরীক্ষা: এতে পিত্ত এবং সিরামের আল্কালাইন ফসফেটের মাত্রা বৃদ্ধি পেলে জানা যায়। লিভারের ইমেজিং পরীক্ষা নিচে বর্ণনা করা হলো: পেটের এমআরআই পেটের আল্ট্রাসাউন্ড ইমেজিং আপনার পেটের সিটি স্ক্যান এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোল্যাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি কোলেস্ট্যাটিক লিভার ডিজিজের চিকিৎসা নির্ভর করে সনাক্তকরণের এবং শারীরিক অবস্থার অন্তর্নিহিত কারণে ওপর। কোলেস্ট্যাসিসের চিকিৎসা নিচে বলা হলো: উপসর্গ অনুযায়ী চিকিৎসা: প্রুরাইটাস (চুলকানো বা আঁচড়ানোর ইচ্ছা) সবচেয়ে সাধারন উপসর্গ, যেটার জন্য পরে অনিদ্রা হতে পারে এবং এইভাবেই নিয়ন্ত্রন দরকার হয়। প্রুরাইটাসের চিকিৎসার জন্য সাধারণত আনিওন এক্সচেঞ্জ রেজিনের মতো কোলেস্ট্যারামাইন নিতে বলা হয়। প্রুরাইটাসের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার দ্বিতীয় পদ্ধতি। নির্দিষ্ট চিকিৎসা: শারীরিক অবস্থার কারণের ওপর বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক এবং কর্টিকস্টেরয়েড থেরাপি করা হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ