শেয়ার করুন বন্ধুর সাথে

যে  সিম এ  আপনার  CODE  চাচ্ছে  যে  কোম্পানি  এর  SIM.(যেমন- airtel,idea,vodafone,jio,)  ওই  কোম্পানির SIM থেকেই  CALL টি  করতে  হবে  198 নম্বরে বা কাস্টমার কেয়ার নাম্বারে। ধরুন  যদি এয়ারটেল সিম এ  এই  সমস্যা  হয়ে  থাকে  আপনার  তাহলে  অন্য এয়ারটেল সিম থেকে CUSTOMER CARE  এ  ফোন  করুন 198. CARE এ  ফোন  লাগার  পর  বলবেন  -- আমার  AIRTEL এ  পাক  ব্লক কোড চাচ্ছে , তারপর  আপনি  আপনার  MOBILE NUMBER  বলবেন। এবং যাচাই করার জন্য আপনার ID PROOF নেবে এর জন্য ওই সিম কেনার সময় যে ID PROOF দিয়েছিলেন সেটি কাছে রাখবেন। তারপর ওখান থেকে বলে দেবে একটা  CODE আর সেটি আপনার সিম এ যেখানে চাচ্ছে সেখানে পাসওয়ার্ড টা  দিন। PROBLEM SOLVE. NOTE -- তারপর  ও  বার  বার  এই  কোড  চাইবে আপনার মোবাইল সুইচ স্টপ করে আবার যখন খুলবেন তখন  এর  জন্য  আপনার   মোবাইল  এর  সেটিং  এ  গিয়ে  SIM CARD LOCK OPTION এ যাবার পর  ওই  পিন  নাম্বার টা  দিয়ে  SIM CARD UNLOCK করে  দিন |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ