শেয়ার করুন বন্ধুর সাথে

দাজ্জালের প্রতিশব্দ জানার আগে দেখি অন্যান্য ধর্মেও কি দাজ্জালের কোন ইঙ্গিত আছে কি না। আমরা যাকে দাজ্জাল বলি ইহুদিরা মাসাইয়া বলে। তাদের মতে পৃথিবীতে আরো দুইজন মাসাইয়া আসবে একজন ট্রু মাসাইয়া আরেকজন ফল্স মাসাইয়া। ট্রু মাসাইয়া তাদের গাইড করবে। তাদের এই ট্রু মাসাইয়া ই দাজ্জাল আর ফল্স মাসাইয়া হবে আমাদের নবী ঈশা (আ:)। সুতরাং তারা ট্রু মাসাইয়া বা ফল্স মাসাইয়া ই ব্যবহার করে। কিন্তু আপনি ইংরেজি দাজ্জাল ব্যবহার করতে চাইলে দাজ্জালই লিখতে হবে। যেহেতু দাজ্জাল নামবাচক শব্দ। কিন্তু দজ্জালকে বিশেষণ হিসেবে ব্যাবহার করলে choleric, wicked ব্যবহার করা যায়। সেইক্ষেত্রে আদৌও আপনার উদ্দেশ্য হাসিল হবে কিনা সেইটা বড় বিষয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ