Share with your friends

ভ্যাট হল একটি নতুন কর ব্যবস্থা । এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি একটি আধুনিক ও প্রগতিশীল কর ব্যবস্থা ।ভ্যাট (VAT) এক প্রকারের পরোক্ষ কর।   ‘ ভ্যাট - এর পূর্ণ নাম Value Added Tax ; বাংলায় এর অর্থ হল মূল্য সংযােজন কর । Value Added Tax- এর তিনটি শব্দের প্রথম অক্ষর V , A ও T- কে নিয়ে এর সংক্ষিপ্ত নাম হল VAT ( ভ্যাট ) ।  এটি এমন একটি পরোক্ষ করা যা ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে সরকারকে প্রদান করেন।

Talk Doctor Online in Bissoy App