শেয়ার করুন বন্ধুর সাথে

ইনডেমনিটি শব্দের অর্থ শাস্তি এড়াইবার ব্যবস্থা, অর্থাৎ, ইনডেমনিটি অধ্যাদেশ হল সেই অধ্যাদেশ যার মাধ্যমে শাস্তি এড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। বঙ্গবন্ধুর সহযোগী এবং তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গকে হত্যার পেছনে যারা জড়িত ছিল, তাদের শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এই অধ্যাদেশটি জারি করা হয়। ১৯৭৫ সালে এটি অধ্যাদেশ নং ৫০ নামে অভিহিত ছিল।এর ৪ বছর পর ১৯৭৯ সালে এটি সংসদে পাস হয় এবং সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে আইনটি বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদে আইনটি বাতিল ঘোষণা করেন। ২০১০ সালে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ