শেয়ার করুন বন্ধুর সাথে

প্রায় সব উপকথাতেই ভূত একটি অবিচ্ছেদ্য অংশ। রাতের বেলায় অশরীরীরা নানা বেশে এসে মানুষকে ভয় দেখায়, এমনটিই প্রচলিত।।এই ভুত ধরা কিংবা জ্বীন-পরী,ধরা নিয়ে নানা দেশে,নানা ভাষায় অনেক মত,অনেক ব্যাখ্যা,উপকথা,কু-কথা,সু-কথা প্রচলিত আছে। আমাদের সুস্থ জীবনকে অতিবাহিত করার পথে এমন অনেক অজানা রহস্য আমাদের পদে পদে আতঙ্কিত করে তােলে।ভয়, শঙ্কা,আশঙ্কা যেন আমাদের নিত্য দিনের সঙ্গী। এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে এই ঘুমের মধ্যে বোবায় ধরা।যেটা নিয়ে কেউ কেউ অনেকটাই বিব্রত। ঘুমের ঘােরে আমরা নানা রকম স্বপ্ন দেখি।ভালো জায়গায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে উঁচু কোথাও থেকে পড়ে যাওয়া;স্বপ্নের মধ্যে সবই থাকে। । গভীর ঘুমের কিছু সময় পর থেকেই আমরা স্বপ্ন দেখা শুরু করি। একদিন আপনি বিছানায় শুয়ে আছেন,হঠাৎ মধ্যরাতে আপনার ঘুম ভেঙে গেল। কেউ একজন অন্ধকার ঘরে আপনাকে ধরে রেখেছে। আপনি মাথাটা সামান্য ঘুরিয়ে দেখতে চাইছেন কিংবা পালানাের চেষ্টায় আছেন অথচ আপনার বুকের ওপর ভারী কিছু বসে আছে বলে অনুভব করলেন। এত ভারী কিছু যে ঠিকঠাক নিশ্বাসই নিতে পারছিলেন না। আপনি টের পেলেন কিন্তু চাইলেও শরীরের কোনাে অংশ নাড়াতে পারছেননা , এমনকি চিৎকারও করতে পারছেননা। আবার চিৎকার করলেও তাতে কোনাে শব্দ হচ্ছে না। বুক চিড়ে হৃৎপিণ্ড বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু আপনি যেন সম্পূর্ণ অনুভূতিহীন।সাধারণত এই রকম অনুভূতিই আমাদের কাছে বোবায় ধরা নামে পরিচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ