(Arq Maul-Lahm) আরক মাউল-লাহম খাওয়ার নিয়ম হচ্ছে 4 চা চামচ ধৈনিক 2বার; মস্তিষ্কের দূর্বলতায়: 4 চা চামচ সকালে ও সন্ধ্যায় দুধসহ সেব্য; স্নায়বিক দূর্বলতায়: 8 চা চামচ সকালে দুধ অথবা মধুর সাথে সেব্য; বুক ধড়ফড় করা: 4 চা চামচ ঔষুধ, শরবত রূহ আফজা অথবা কমলার রসসহ দৈনিক 2 বার সেব্য; লিভারের দূর্বলতা ও রক্তস্বল্পতা: 8 চা চামচ সকালে ফলের রসের সাথে অথবা অর্ধ মাত্রায় 2 বার আহারের পর সেব্য।

Talk Doctor Online in Bissoy App