ডিনাইট্রিফিকেশন একটি জৈব প্রক্রিয়া, যা নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রক্রিয়ায় নাইট্রেট (NO3) মাটি থেকে দ্রুত অপসারিত হয়। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার শর্ত : i. এ প্রক্রিয়া সম্পন্ন করতে বিপাকীয় ক্ষমতাসম্পন্ন ব্যাকটেরিয়া প্রয়োজন হয়। ii. উপযুক্ত ইলেকট্রন দাতার প্রয়োজন হয়। iii. অক্সিজেনের সীমিত সহজলভ্যতা থাকতে হবে। iv. ইলেকট্রন গ্রাহক হিসেবে NO3 এর উপস্থিতি প্রয়োজন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ