শেয়ার করুন বন্ধুর সাথে

মানচিত্রে, পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ির অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে, জায়গাটি অনেকটাই, মুরগির ঘাড়, গলার ধরণের সাথে সাদৃশ্য আছে। এজন্য একে চিকেনস নেক বা মুরগির গলার সাথে তুলনা করা হয়। রেল বা সড়ক পথে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্যগুলিতে যেতে হলে, শিলিগুড়ি দিয়েই যেতে হয়। এজন্য অনেকে, একে গেটওয়ে অফ নর্থ ইস্ট (উত্তর পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার) ও বলেন। করিডর বলতে, দুই পাশে বিস্তীর্ণ স্থানের মাঝখানে অবস্থিত, প্রস্থ কম, দৈর্ঘ্য বেশী, তেমন স্থানকে বুঝানো হয়। তুলনা করলে, বাড়ীতে যেমন দুদিকে কয়েকটি রুম এবং এর মাঝখান দিয়ে চলাফেরা করার জন্য লম্বা এবং সরু প্যাসেজ থাকে, সেরকম। শিলিগুড়ির অবস্থানগত বৈশিষ্ট্য, লম্বাটে আকৃতি হওয়ার জন্য এবং বাংলাদেশ, ভুটান এবং নেপালের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, একে করিডর বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ