শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো ধারার যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে, সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। উদাহরণ : 1 + 3 + 5 + 7 + 9 + 11 একটি ধারা। এই ধারাটির প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, ইত্যাদি। এখানে, দ্বিতীয় পদ - প্রথম পদ = 3 - 1 = 2, তৃতীয় পদ - দ্বিতীয় পদ = 5 - 3 = 2, চতুর্থ পদ - তৃতীয় পদ = 7 - 5 = 2, পঞ্চম পদ - চতুর্থ পদ = 9 - 7 = 2, ষষ্ঠ পদ - পঞ্চম পদ = 11 - 9 = 2 সুতরাং, ধারাটি একটি সমান্তর ধারা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ