শেয়ার করুন বন্ধুর সাথে

কম্পিউটার নেটওয়ার্কের প্রধান কাজ হচ্ছে রিসাের্স শেয়ারিং এবং ডেটা কমিউনিকেশন করা। নেটওয়ার্কের অন্তর্ভূক্ত ব্যবহারকারীগণ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে থাকে। এ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফাংশন বলা হয়। এ ফাংশনের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ৩ (তিন) টি কাজ হচ্ছে ১. রিসাের্স ম্যানেজমেন্ট ২. ইউজার ম্যানেজমেন্ট এবং ৩. সিকিউরিটি ম্যানেজমেন্ট। এ ছাড়াও নেটওয়ার্কের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলােকপাত করা হলাে:  তথ্যের সহজ প্রাপ্তি ও দ্রুততা নিশ্চিত করা।  সার্ভার কম্পিউটারের কর্মদক্ষতা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা।  ডেটার ব্যাকআপ রাখা।ব্যবহারকারীকে নিরাপদ ও সহজ অ্যাক্সেস সুবিধা প্রদান করা।  স্পর্শকাতর ডেটার নিরাপত্তা নিশ্চিত করা।  ব্যবহারকারীকে আপডেটেড তথ্য সরবরাহ করা।  ব্যবহারকারীর অ্যাকসেস নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা।  সিস্টেমকে অনাকাঙ্খিত ব্যবহারকারী থেকে নিরাপত্তা প্রদান করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ