শেয়ার করুন বন্ধুর সাথে

পরীক্ষাগারে কোনো রাশির মান নির্ণয় করতে হলে পরিমাপ করতে হয়। পরিমাপ কখনোই নির্ভুল হয় না। সকল পরিমাপেরই সঠিকতার একটা সীমা আছে। যথেষ্ট সতর্কতা অবলম্বন করলেও একই রাশির পরিমাপের সময় একই পরীক্ষকের বিভিন্ন সময়ে পরিমাপ অথবা বিভিন্ন পরীক্ষকের একই সময়ে পরিমাপের বেলায় ভিন্ন ভিন্ন মান পাওয়া যেতে পারে। পরিমাপের সময় মূলত চার ধরনের ত্রুটি দেখা যায়। যথা- ১. যান্ত্রিক ত্রুটি ২. পর্যবেক্ষণজনিত ত্রুটি ৩. এলোমেলো ত্রুটি ও ৪. পুনরাবৃত্তিক বা ব্যবস্থাগত ত্রুটি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ