শেয়ার করুন বন্ধুর সাথে

জরায়ু নারীদের জননাঙ্গের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালি বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হয়। আর এখানেই নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন বা ক্লীভেজ চলতে থাকে। পরবর্তীতের ভ্রুণ জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হয় যাকে গর্ভধারণ বলে। তাই গর্ভধারণের জন্য জরায়ুর প্রয়ােজন অপরিসীম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ