শেয়ার করুন বন্ধুর সাথে

অজীর্ণতা নিয়ন্ত্রণ করতে হলে যা করতে হবে তা হলো– ১. বেশি খাওয়া দাওয়া না করা। ২. আস্তে আস্তে ভালোভাবে খাবার চিবিয়ে খাওয়া। ৩. ধুমপান (যেমন- সিগারেট, বিড়ি, তামাক জাতীয় কোনো কিছু) পরিহার করা। ৪. প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।