জি।মেয়েদের জীবনের প্রথম ঋতুস্রাব কেই মাসিক/ ঋতুস্রাব /পিরিয়ড/ মিন্স/ ইত্যাদি নামে চিনে থাকি।যা কিশোরী মেয়েদের ৯ থেকে ১৩/১৪ বছরের মধ্যেই এই প্রাকৃতিক প্রক্রিয়া টি চালু হয়। আর মাসিক/ঋরুস্রাব / পিরিয়ড/ মিন্স/ হলো মেয়েদের প্রতিমাসেই ডিম্বশয়ে একটি করে ডিম্ব তৈরি হয়। আর এই ডিম্বটি নিষিক্ত হওয়ার জন্য ফিলুপিউন টিউবে দিয়ে জরায়ুতে এসে ১২-২৪ ঘন্টা কারো ক্ষেত্রে ৩৩-৩৬ ঘন্টা অপেক্ষা করে এর মাঝে পুরুষের শুক্রানু ডিম্বানুর সাথে মিলিত না হলে ডিম্বটি নষ্ট হয়ে যায় এবং নির্দিষ্ট সময়ে যোনিদাড়া বেড়িয়ে আশে রক্ত হিসাবে যাকে মাসিক বা ঋতুস্রাব বা পিরিয়ড ও ইত্যাদি নামে চিনি।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ