শেয়ার করুন বন্ধুর সাথে

চুল কালারের ক্ষতিকর দিকগুলোঃ চুলের উজ্জ্বলতা কমাঃ চুল কালার করলে চুলের উজ্জ্বলতা কমে যায়। এছাড়া চুল পড়া, আগা ফাটা, খুসকি ও র্যাশ হতে পারে। শারীরিক অসুস্থতাঃ চুল কালারে চর্মরোগ, ফুসফুস বা চোখের ক্ষতি হতে পারে। হেয়ার কালার ব্যবহারের ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে। এছাড়া চুল কালারের কেমিক্যালে মানুষের ক্যান্সারও হতে পারে, যেমন-লিউকেমিয়া, নন-হজকিনস লিম্ফোমা, মূত্রথলির ক্যান্সার, ব্লাড ক্যান্সার ও মলটিপল মায়েলোমা। স্কিন ইরিটেশন ও অ্যালার্জিঃ চুল কালার মাথার ত্বকে ইরিটেশন ও অ্যালার্জি সৃষ্টি করে। চুল কালার ব্যবহারের কয়েক ঘণ্টা থেকে শুরু করে এক দিনের মধ্যে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে। এরকম অস্বস্তি হলে চুল কালার ব্যবহার করা উচিত নয় একদম। তাই কালার ব্যবহার করার আগে অ্যালার্জি টেস্ট করে নেওয়া দরকার। চুল ভেঙ্গে যাওয়াঃ চুল কালার করলে চুল রুক্ষ হয়ে ফেটে যায়। আগা ফাটা ছাড়াও চুল মাঝে দিয়ে ফেটে ফেটে ঝরে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। ফরে চুল পাতলা হয়ে যায় আস্তে আস্তে। এধরণের সমস্যা হলে ফেটে যাওয়া চুল কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। রঙ করা চুলের যত্নঃ চুল যদি রঙ করেই থাকেন তাহলে চুলের বেশ কিছু যত্ন নিয়মিত নিতে হবে। নাহলে চুল রুক্ষ হয়ে যাবে ও পড়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চুল কালারের ক্ষতিকর দিকগুলোঃ চুলের উজ্জ্বলতা কমাঃ চুল কালার করলে চুলের উজ্জ্বলতা কমে যায়। এছাড়া চুল পড়া, আগা ফাটা, খুসকি ও র্যাশ হতে পারে। শারীরিক অসুস্থতাঃ চুল কালারে চর্মরোগ, ফুসফুস বা চোখের ক্ষতি হতে পারে। হেয়ার কালার ব্যবহারের ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে। এছাড়া চুল কালারের কেমিক্যালে মানুষের ক্যান্সারও হতে পারে, যেমন-লিউকেমিয়া, নন-হজকিনস লিম্ফোমা, মূত্রথলির ক্যান্সার, ব্লাড ক্যান্সার ও মলটিপল মায়েলোমা। স্কিন ইরিটেশন ও অ্যালার্জিঃ চুল কালার মাথার ত্বকে ইরিটেশন ও অ্যালার্জি সৃষ্টি করে। চুল কালার ব্যবহারের কয়েক ঘণ্টা থেকে শুরু করে এক দিনের মধ্যে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে। এরকম অস্বস্তি হলে চুল কালার ব্যবহার করা উচিত নয় একদম। তাই কালার ব্যবহার করার আগে অ্যালার্জি টেস্ট করে নেওয়া দরকার। চুল ভেঙ্গে যাওয়াঃ চুল কালার করলে চুল রুক্ষ হয়ে ফেটে যায়। আগা ফাটা ছাড়াও চুল মাঝে দিয়ে ফেটে ফেটে ঝরে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। ফরে চুল পাতলা হয়ে যায় আস্তে আস্তে। এধরণের সমস্যা হলে ফেটে যাওয়া চুল কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। রঙ করা চুলের যত্নঃ চুল যদি রঙ করেই থাকেন তাহলে চুলের বেশ কিছু যত্ন নিয়মিত নিতে হবে। নাহলে চুল রুক্ষ হয়ে যাবে ও পড়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ