শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত সমুদ্রের পানির জলীয় অংশ শুকিয়ে ফেলার পর নোনতা স্বাদের যে বস্তু পাওয়া যায় সেটাই লবন। এই লবনকে প্রসেসিং করে খাদ্যোপযোগী করা হয়। খাওয়ার লবনে সোডিয়াম থাকে । সোডিয়াম একটি খনিজ পুষ্টি উপাদান। আমাদের শরীরে সোডিয়াম প্রয়োজন তবে তা নির্দিষ্ট মাত্রায়। আমরা সোডিয়াম পাওয়ার জন্য ও স্বাদের জন্য লবন খাই। কিন্তু অনেক খাবারেই সোডিয়াম আছে, তাই সোডিয়ামের জন্য বেশি লবন খাওয়া ঠিক না। লবন কম খাওয়া ভালো । দিনে ১ চামচ লবন একজন মানুষের জন্য যথেষ্ট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ