শেয়ার করুন বন্ধুর সাথে

এটি দাঁতের ইনফেকশন এর কারনে হতে পারে,  দাঁত নিয়মিত পরিস্কার বা ব্রাস না করা, দাঁতের ফাঁকে ময়লা জমে থাকার কারনে হতে পারে। আপনি ওনাকে নুন ও গোলমরিচ সম পরিমাণে মিশিয়ে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে করেক মিনিট রাখুন। দাঁতে ব্যথা কমে গেলেও এটা কয়েক দিন করে গেলে আরাম পাবেন। এছাড়ও এক গ্লাস গরম জলে এক চা চামচ নুন মিশিয়ে মুখ ধুয়ে(কুলিকুসি করে) নিন। এতে যে কোনও ইনফেকশন সেরে যাবে। পাশাপাশি দ্রুত একজন ডেন্টাল এর পরামর্শে ঔষধ খাওয়ান আর মেডিপ্লাস পেস্ট দিয়ে দাঁত ব্রাস করতে বলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ