শেয়ার করুন বন্ধুর সাথে

তাহাজ্জুদ এর সালাত আদায় করা সুন্নত। এর গুরুত্ব অনেক। এ সম্পর্কে প্রিয় নবী (সা.) বলেন : ফরয সালাতের পর সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদ এর সালাত । রাতের শেষার্ধে এ সালাত আদায় করা উত্তম। এ সালাত দুই রাক - আত করে সুন্নত সালাতের নিয়মে আদায় করতে হয়। তাহাজ্জুদ সালাত আদায় করে কয়েক বার দরুদ পাঠ করা ভালো। এর পর বিতর এর সালাত আদায় করা ভালো, তবে এশার পর আদায় হয়ে গেলেও কোনো সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ