Share with your friends

VPS এর ফুল ফর্ম হলো (Virtual Private Server)। যখন একটা Computer কে বিশেষ কোন Software বা অন্য কিছু দিয়ে ভাগ করে অনেক গুলো Server তৈরি করা হয় তখন প্রত্যেক ভাগকে এক একটা VPS বলে। আশা করি বুঝতে পারছেন। ভিপিএস হোস্টিং (VPS Hosting) এর বিভিন্ন সুবিধাঃ শেয়ারড হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইটের থেকে ভিপিএস হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি থাকে। শেয়ারড হোস্টিং এর মতো এক জায়গায় না হয়ে আলাদা Ram, Hard Disk, CPU হয়ে থাকে। ভিপিএস হোস্টিং এ সিকিউরিটি বেশি থাকে যেহেতু এক হার্ড ডিস্কের মধেই শুধু আপনার সাইট থাকবে। ভিপিএস হোস্টিং এ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উচ্চ পারফরম্যান্সের হার্ডওয়ারসমূহ ওয়েবসাইট কে দ্রুতগতিসম্পন্ন এবং নিরাপদ করে।

Talk Doctor Online in Bissoy App

VPS হলো virtual private server অর্থাত VPS HOSTING আপনি যতটুকু space কিনবেন তা আপনার জন্যই।কিন্তু shared hosting এ আপনি যদি 1gb কিনে 50 এমবি ব্যবহার করেন তাহলে আপনার বাকি 950 mb কিন্তু অন্য কেউ ব্যবহার করছে

Talk Doctor Online in Bissoy App