Call

 ইনস্টিটিউট থেকে এটি নিয়ন্ত্রনে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যথাঃ

  1. ইনস্টিটিউট প্রাকৃতিক উৎস থেকে রুই জাতীয় মাছের পোনা সংগ্রহ করে ব্রুড ব্যাংক স্থাপন।
  2. প্রজননের মাধ্যমে এই সব উন্নত জাতের মাছ থেকে পোনা উৎপাদন করে সরকারী বেসরকারী বিভিন্ন  হ্যাচারী  এবং আগ্রহী চাষী পর্যায়ে বিতরন।
  3. ইনস্টিটিউটের হ্যাচারীতে প্রজন্মতরে ক্রস ব্রিডিং এবং সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে উৎপাদিত রেনু পোনা আগ্রহী চাষীদের মাঝে বিতরন।
  4. সার্বিক ভাবে  দেশে হ্যাচারী  উৎপাদিত রুই জাতীয় মাছের ইনব্রিডিং নিয়ন্ত্রন।
  5. সাম্প্রতিক সময়ে জেনেটিক গবেষণার মাধ্যমে ইনস্টিটিউ দেশীয় রুই মাছের উন্নত জেনেটিক জাত উদ্ভাবন করেছে যা মৎস্য অধিদপ্তরের হ্যাচারীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ব্যক্তিমালিকানাধীন হ্যাচারী কতিপয় এনজিওর ব্রূড ব্যাংক এবং ব্যাপক ভিত্তিতে চাষী পর্যায়ে সরবরাহ করা হয়েছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ