কর্ডলেস ড্রিল বা ইংরেজিতে Cordless Drill হচ্ছে কাঠের ও মেটাল বা লোহার কাজে ব্যবহৃত একটি যন্ত্র বিশেষ। এর সাহায্যে মূলত স্ক্রু বাসানোর জন্য ছিদ্র করা হয়ে থাকে। এছাড়াও দেয়াল ছিদ্র করার কাজেও এটি ব্যবহার করা হয়। অনেকে কর্ডলেস ড্রিলকে পাওয়ার ড্রিলও বলে থাকে। 

কর্ডলেস ড্রিলগুলো সাধারণত ব্যাটারি চালিত হয়ে থাকে। বাজারে বিভিন্ন দামের ড্রিল মেশিন পাওয়া যায়। এই ধরনের একটি ড্রিল মেশিনের দাম সাধারণত ৩০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে কম দামি কর্ডলেস ড্রিল মেশিন না কেনাই ভালো।

কর্ডলেস ড্রিল মেশিন কেনার টিপসঃ

  1. যেহেতু হাতে রেখে ড্রিল ব্যবহার করতে হয়। তাই অবশ্যই ওজনে হালকা ও আপনার হাতে মধ্যে আটকায় এমন একটি ড্রিল পছন্দ করুন।
  2. কিছু কিছু মডেলে গ্রিপের উপর রাবারের আবরন থাকে এগুলো বেশ আরামদায়ক।
  3. মনে রাখতে হবে বেশি ভোল্টেজ মানে বেশি পাওয়ারফুল। তাই আপনার যদি বেশি শক্ত ও ভারী কিছু ছিদ্র করতে হয় তাহলে বেশি ভোল্টেজ এর কর্ডলেস ড্রিল মেশিন কিনুন।
  4. ট্রিগার এর সাহায্যে আপনাকে এটিকে কন্ট্রোল করতে হবে। তাই কেনার আগে হাতে নিয়ে ধরে দেখুন এটি আপনার হাতে সাথে যায় কিনা।
  5. অবশ্যই ব্যাতারির দিকেও খেয়াল রাখতে হবে। আপনি যদি একটানা বেশি সময় কাজ করতে চান তাহলে আপনাকে বেশি সময় চার্জ থাকে এমন একটি ব্যাটারির কথা মাথায় রেখে ড্রিল কিনতে হবে। আমার মতে একটি এক্সট্রা ব্যাটারি কিনে নেওয়া উত্তম।



শেয়ার করুন বন্ধুর সাথে