শেয়ার করুন বন্ধুর সাথে
kajo

Call

আপনি veet   ক্রিম ব্যবহার করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শরীরের কোথায় কোথায় অতিরিক্ত লোম আছে.? যদি গুপ্তাঙ্গে বা তার চার পাশে থাকে তাহলে এটা স্বাভাবিক।কারণ,কারো কারো ক্ষেত্রে ঐ সকল জায়গায় অতিরিক্ত লোম থাকে, আবার কারো ক্ষেত্রে একেবারেই কম লোম দেখা যায়।এটা হয় হরমোনের কারনে হয়ে থাকে।হরমোনোর পরিমাণের তারতম্যের কারনে শরীরে অতিরিক্ত লোম গজায়।এছাড়াও,ওজন বেশি থাকলে,কোলেস্টেরল-এর মাত্রা বেশি থাকলে,যখন ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে না পারায় ইনসুলিনের আধিক্য থাকা সত্ত্বেও রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে,থাইরয়েড ও প্রোলেকটিন হরমোনের তারতম্য,রক্তে ভিটামিন ডি ও ইনোসিটোল নামের উপাদান কমে যাওয়া ইত্যাদির ফলে শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত লোম গজায়। এর থেকে বাঁচতে নিয়মিত হাঁটা,ওজন কমানো,উচ্চ ক্যালরিযুক্ত খাবার পরিহার ও টেনশনমুক্ত জীবনযাপন করতে হবে।আপনার লোমগুলোর কারনে যদি সমস্যা বা বিব্রত না হন তাহলে এর কোন চিকিৎসা করানোর দরকার নাই।আর যদি সমস্যা হয় তাহলে একজন ভালো চর্ম বিশেষজ্ঞ ডাক্টার দিয়ে দেখান,এটা একটু ব্যায় বহুল।তবে স্বল্প মূল্যে চিকিৎসা করাতে চাইলে নিকটস্থ ভালো একজন হোমিও চিকিৎসকের কাছে যান।রেজার,শেভ বা কাঁচি দিয়ে কাটবেন না, কারণ যত কাটবেন, ততো বাড়বে।ভিট ব্যাবহার করতে পারেন কিন্তু এটা সাময়িক সময়ের জন্য কাজে দেবে,আর ভিট বা এমন ধরনের মেডিসিন বেশি ব্যাবহার করলে ত্বকে সমস্যা হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ