সৃষ্টিকর্তা আছেন না নাই -এ সম্পর্কে একজন বিজ্ঞানে বিশ্বাসী লোক যখন বলে নাই, তখন সেটা আমরা মেনে নিতে চাই না কিন্তু যখন একজন ধার্মিক বলে যে আছে তখন সেটা আমরা খুব সহজেই মেনে নেই। কারণ হিসেবে বলা যায়, আমারা জন্মের পর থেকেই যাদের সাথে থাকি তারা সবাই বলেন সৃষ্টিকর্তা আছেন এবং আমরা সেটা কোনভাবে অনুভব না করেই অন্ধ ভাবে বিশ্বাস করি। ধার্মিক ও বিজ্ঞানে বিশ্বাসী লোকের মধ্যে কেউই প্রমাণ করতে পারে না যে সৃষ্টিকর্তা আছেন কি নাই। যাই হোক আমি মনে করি, আমরা যদি চোখ কান খোলা রাখি তবে অবশ্যই সৃষ্টিকর্তা আছেন কি নাই এবং তার অস্তিত্ব আছে কি নাই সেটা বুঝতে পারি। এখন আমি আপনাদের কাছ থেকে এ বিষয়ে মতামত চাচ্ছি আর আপনারা যেভাবে মতামত দেবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা কখনোই এই ধরনের যুক্তি দেখাবেন না যে "কোন জিনিসই তো আপনা আপনি তৈরি হয় না, তৈরি হতে একজন স্রষ্টা লাগে " আমি শুনেছি ইসলাম ধর্মে কিছু আমল আছে যেগুলো নিয়মিত করলে স্বপ্নে নির্দিষ্ট কিছু দেখা যায় -আর এটিই হতে পারে সৃষ্টিকর্তা আছে কি নাই তার উল্লেখযোগ্য প্রমাণ। লোকটি যদি ভাল ও নিয়মিত সেই আমলটা করে স্বপ্নে তার নির্দিষ্ট জিনিস দেখতে পান, তাহলে তাকে দেখাতে অবশ্যই সৃষ্টিকর্তার হাত আছে। আপনারা এরকম কিছু উল্লেখ করে মতামত দেবেন, অন্ধের মতো কিছু বলবেন না। আর অবশ্যই যা বলবেন নিজের জীবন থেকে নেওয়াই কিছু বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আরাফাতুল শব্দটি এসেছে আরাফাত শব্দ থেকে।

আরাফাত অর্থ পরিচিতি, সেই অর্থে আরাফাতুল

অর্থ- পরিচিতিময়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ