আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগের কথা। সে সমাজে, এক নাজুক পরিবেশে আলোর দিশারি মুক্তির মহাত্রাণকর্তা হিসেবে জন্ম নিলেন আমাদের প্রাণপ্রিয় নবী, সব নবীর সেরা নবী, সব মানুষের সেরা মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় আরব দেশের ভৌগোলিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা ছিল করুণ ও শোচনীয়। সেখানে শুধু বালু আর বালু। যে দিকে চোখ যায় বালুর মহাসমুদ্র। গাছপালা নেই, নেই সবুজের সমারোহ। ছিল না কোনো বিদ্যালয় ও মক্তব। লেখাপড়ার সুব্যবস্থাও ছিল না। আরব দেশে তখন অবাধে লুটতরাজ চলত। মারামারি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি ও খুন খারাবি ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। মানুষের মধ্যে ন্যায়নীতিবোধ বলতে কিছুই ছিল না। মদ, সুদ, জুয়াসহ অন্যান্য অপকর্ম ছিল অতি সাধারণ ব্যাপার। তাদের ব্যক্তিগত জীবনে হালাল-হারাম, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের কোনো বাছ-বিচার ছিল না। তারা কোনো নিয়ম-নীতির ধার ধারত না। আইনের প্রতি ছিল না কোনো শ্রদ্ধাবোধ। এহেন কোনো অপকর্ম ছিল না, যা তারা করত না। তারা ছিল শিরকে লিপ্ত। ইতিহাসে এ সময়কে বলা হয় ‘আইয়ামে জাহেলিয়া’। ‘আইয়ামে জাহেলিয়া’ মানে মূর্খতার যুগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ