Call

হ্যাঁ স্যার, আমি তা মনে করি I স্যার আমরা সকলেই সমাজবদ্ধ I বিভিন্ন পরিবারের একেক রকম স্বতন্ত্র নিয়মকানুন রয়েছে I আর এই সমস্ত নিয়মকানুন শিশুদের আয়ত্ত করানোর জন্য অনেক সময় শিশু মনে বিরূপ প্রভাব পড়েই যায় I তাছাড়া শিশুদের উপর একই সাথে বিদ্যালয়ের পাঠ্যসূচীর কাজ, শেখার জন্য মাতা-পিতা বা অন্যান্য ব্যক্তির চাপ থেকেই থাকে I তাই তাদের ব্যক্তিগত কারণে অমনোযোগী হয়ে ওঠা স্বাভাবিক I অনেক সময় নিকটস্থানীয় আত্মীয়ের বিরূপ আচরণও শিশু মন কে অমনোযোগী করে তোলে I

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ