শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোন দেশে যখন জন্ম ও মৃত্যূ হার সমান হয় তখন সেই দেশের জনসংখ্যাতে হ্রাস বা বৃদ্ধি না হয়ে স্থিতিশীল থাকে জনসংখ্যা বৃদ্ধির এরূপ দশাকে শূন্য জনসংখ্যা বলা হয় I এই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির হার পূর্বাপেক্ষা বৃদ্ধি পেলে তাকে ধনাত্মক শূন্য জনসংখ্যা এবং হ্রাস পেলে তাকে ঋণাত্মক শূন্য জনসংখ্যা বলেW.S.Thompson এর (1929) জনসংখ্যা ক্রম প্রতিপাদন অনুসারে পঞ্চম দশা হল শূন্য জনসংখ্যা I উদাহরণ : ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের জনসংখ্যা I

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ