শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উদ্দীপকে সোনারগাঁর পানামনগর নামক ঐতিহাসিক নিদর্শনের ইঙ্গিত রয়েছে।সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। পরবর্তী সময়ে মোগল যুগে এর গুরুত্ব কমে যায়। কিন্তু তখনো মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসাকেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। অনেক ধনী ব্যবসায়ী বসবাসের জন্য পানাম এলাকাটি বেছে নেন।উদ্দীপকে উল্লিখিত আলম তার মামার সঙ্গে একটি ঐতিহাসিক স্থানে বেড়াতে যায়, যেখানে উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য এলাকাটি বেছে নেন। এখানে যে ঐতিহাসিক স্থানটির ইঙ্গিত রয়েছে, তা হচ্ছে সোনারগাঁর পানামনগর। এখানে মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ব্যবসায়ীরা অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। এখনো এখানে ৫২টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরিখা খনন করেছিল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ