মোল্টেন কোর ছাড়া কোন গ্রহে জীবন ধারন সম্ভব না। পৃথিবীর কোর বা কেন্দ্র সচল। পৃথিবীর কেন্দ্রে অনেক ধাতব আর যথেষ্ট পরিমাণে তেজস্ক্রিয় উপাদান রয়েছে এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা গ্রহকে সোলার ফ্লেয়ারের মত আর অনেক বিপদ থেকে রক্ষা করে। চৌম্বক ক্ষেত্র না থাকলে কোন গ্রহের পক্ষে জীবন ধারন করা সম্ভব না। গ্রহের কোর বা কেন্দ্র সচল নয় সেগুলকে ডেড প্ল্যানেট বলে হয়ে থাকে। কারন ম্যাগনেটিক ফিল্ড না থাকলে গ্রহকে প্রাণঘাতী বিকিরণ এর সম্মুখীন হতে হয় যার ফলে সেখানে জীবন বেড়ে উঠতে পারে না। পৃথিবীতে আর বাকি সবকিছু ঠিক রেখে যদি শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড উঠিয়ে নেয়া হয় তাহলে পৃথিবী জীবন শূন্য হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ