প্রতি ঘণ্টায় সূর্য থেকে পৃথিবীতে পৌঁছানো শক্তির পরিমাণ ৪৩০ কুইন্টিলিয়ান জুল। যা ৪৩০ এর পরে ১৮ টা শূন্য (বা ৪৩০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ জুল )। তুলনা করলে, পৃথিবীর সমস্ত মানুষ এক বছরে যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার পরিমাণ ৪১০ জুল।

  • একদিনে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছানো শক্তির পরিমাণ ১০,৩২০ কুইন্টিলিয়ান জুল (বা ১০,৩২০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ জুল )।
  • এক বছরে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছানো শক্তির পরিমাণ ৩৭,৬৬,৮০০ কুইন্টিলিয়ান জুল (বা ৩৭,৬৬,৮০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ জুল )।

এক বছরে সূর্য থেকে পৃথিবীতে যে শক্তি পৌঁছায় তা যদি আমরা পুরোটাই সংগ্রহ করতে পারতাম তাহলে সে শক্তি দিয়ে পৃথিবীর ৯১৮৬ বছরের সমস্ত শক্তির চাহিদা পুরন হয়ে যেত।

অপ্রয়োজনীয় কারনে প্রশ্নের উত্তর দীর্ঘায়িত করলাম না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ