শেয়ার করুন বন্ধুর সাথে

যুক্তিবিদ্যার চেয়ে দর্শনের পরিধি অনেক বেশি। দর্শনের একটি প্রধান শাখার নাম মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার তিনটি অংশ; নীতিবিদ্যা, নন্দনত্ত্ব ও যুক্তিবিদ্যা। তাই স্বাভাবিকভাবেই যুক্তিবিদ্যার চেয়ে দর্শনের পরিধি বেশি। দর্শন মানব জীবনের মৌলিক সমস্যাসমূহের তাত্ত্বিক ও যৌক্তিক সমাধানের চেষ্টা করে। অন্যদিকে যুক্তিবিদ্যা মানুষকে যৌক্তিক ও বিশুদ্ধ চিন্তার নিয়মনীতি সরবরাহ করে, এখানে জীবন সমস্যার আলোচনা হয় না। বার্ট্রান্ড রাসেল যুক্তিবিদ্যাকে দর্শনের সারসত্তা বলে উল্লেখ করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ