শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শ্বাসকার্য হল একটি যান্ত্রিক প্রক্রিয়া যার দ্বারা পরিবেশের অধিক O2 যুক্ত বায়ু শ্বাসঅঙ্গে প্রবেশ করে ও অধিক CO2 যুক্ত বায়ু শ্বাসঅঙ্গের মাধ্যমে পরিবেশে নির্গত হয় । শ্বাসকার্যের মাধ্যমে গৃহিত O2 কোষে কোষে প্রবেশ করে খাদ্যবস্তুকে জারিত করে শক্তির মুক্তি ঘটায় ও CO2 উৎপন্ন করে । অর্থাৎ শ্বাসকার্যই দেহে O2 এর সরবরাহ বজায় রাখে ও দেহে উৎপন্ন CO2 কে নির্গত করতে সাহায্য করে । দেহে O2 সরবরাহ করে খাদ্যকে জারিত করা, শক্তির মুক্তি ঘটানো ও CO2 নির্গত করতে শ্বাসকার্য ও শ্বসন অবিচ্ছেদ্যভাবে সম্পর্কযুক্ত । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ