শেয়ার করুন বন্ধুর সাথে
sheikh

Call

পেসমেকার একটা ছোট ইলেকট্রিক যন্ত্র ।প্রায় দেড় ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি চওড়া ।এবং এক থেকে দুই মিলিমিটার পুরু । এতে একটা ছোট তার আছে, ছোট না বলে সূক্ষ্ম বলা ভালো ।হা , এই সূক্ষ্ম তারটা ছোট একটা রক্তনালীর ভেতর দিয়ে হার্টে চালিয়ে দেয়া হয় । ছোট একটা অপারেশন করে যন্ত্রটা বুকের চামড়ার নিচে ঢুকিয়ে দেয়া হয় । আর , পেসমেকারের কাজ ? ওইটা খুবি সহজ । যন্ত্র তা মূলত হার্টের উপর স্পাই গিরি করে । কোন কারনে হৃদস্পন্দন থামলেই হল , পেসমেকারের ক্ষুদে মস্তিষ্কে এই তথ্য চলে যাবে আর সাথে সাথেই পেসমেকার হার্টে বিদ্যুৎ সরবরাহ করে হার্টকে পাম করাতে আরম্ভ করাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ