4জি কি

4জি কি
শেয়ার করুন বন্ধুর সাথে
Robiulkhan

Call

জি মানে জেনারেশন। 4জ মানে চতুর্থ প্রজন্ম| এটা সর্বশেষ ৪র্থ প্রজন্মের মোবাইল তথ্য যোগাযোগ প্রযুক্তি (LTE নেটওয়ার্ক সহকারে)। মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্কও এর মাঝে অন্তর্ভুক্ত। এর রয়েছে সর্বোচ্চ ডাটা ট্রান্সফারের ক্ষমতা (100Mbps এরও বেশি!)। এটি বিশ্বের অনেক অংশে এখনও ব্যবহৃত হয় নি। এটা ভিডিও কনফারেন্স কল, হাইডেফিনিশন (এইচডি টিভি) এবং 3D টেলিভিশন স্ট্রিমিং, শক্তিশালী নেটওয়ার্ক ভিত্তিক গেমিং সেবা ইত্যাদি কাজ করতে সক্ষম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ