Manik Raj

Call

অ্যান্ড্রয়েড তিন ভাবে গরম হয়।

১। টাচস্ক্রিণ গরম হওয়া।

২। ব্যাটারি গরম হওয়া।

৩। ব্যাটারির উপরের অংশ 

অর্থাৎ মোবাইলের মাথার দিকটা

 গরম হওয়া।

সমাধানঃ

১। টাচস্ক্রিণ গরম হলে Restart/Reboot দিন।

২। ব্যাটারি গরম হলে নতুন ব্যাটারি কিনুন।

৩। ব্যাটারির উর্ধ্বাংশ গরম হলে

 মোবাইলের অতিরিক্ত ব্যাবহার 

বন্ধ করুন। 

যেকোনো সময় মোবাইলের 

সফটওয়্যার লস্ট হতে পারে।

আপনার মোবাইলের চার্জ তো

যতেষ্ট পরিমাণ যায়,তারপরেও

বলছেন দ্রুত চার্জ ফুরিয়ে যায়!!!!!

Talk Doctor Online in Bissoy App
Call

১০ থেকে ১২ ঘন্টা চললে স্বাভাবিক আছে।যে কাজগুলো করলে চার্জ বেশিক্ষণ থাকবেঃঅতিরিক্ত অ্যাপস আনইনস্টল করুন।অ্যাপস থেকে সরাসরি বের না হয়ে Exit এর সাহায্যে বের হতে চেষ্টা করবেন।

Talk Doctor Online in Bissoy App