শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাসিক ঋতুচক্রের ৯ম দিনের আগের ও ২০শ দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং ৯ম-২০শ দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায়, আর এর মধ্যেও দ্বাদশ থেকে ষোড়শ (মতান্তরে ১৩ম থেকে ১৭ম) দিনটি উর্বরতম সময়। এই উর্বর সময় সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভবনা বেশী। কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে, মাসিক চক্রের যে কোনওদিন (তথাকথিত ঐ নিরাপদ সময়ের দিনগুলিসহ) মাত্র একবারের যৌনমিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিক চক্রের যে কোন সময়ই ডিম্বকোষ বেরুতে পারে। তাই এই হিসাবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই। তবে এটি নেহাৎই ব্যতিক্রম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

 না। যে কোনো সময় করলেই সম্ভবনা নেই।

প্রাকৃতিক ভাবে মাসিক  হওয়ার পূর্ববর্তী ৭ দিন

 ও পরবর্তী ৭  দিনের মিলনে গর্ভবতী হওয়ার

 সম্ভবনা নেই।

মাঝের দিন গুলোতে হওয়ার আশঙ্কা প্রচুর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
pkRasel

Call
মাসিকের পূর্বতী এবং পরবর্তী ৭ দিনের মধ্যে
সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভব্যনা একদম কম,
গর্ভবতী হবে না বললেই চলে।
তবে যাদের  মাসিক চক্র ২৮ তাদের জন্য
এটা বেশি কার্যকর। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ