Copyright Infringement Notice কি? আমার একটা সাইট এ Copyright Infringement Notice থেকে নোটিশ আসে। তারা আমাকে সাইট এর পোস্টটি মুছতে বলে/ ঐ পোস্ট ব্যাবহার করতে নিষেধ করে। আমার সাইট টি মুভির ডাউনলোড এর। এখন আমার কি করা উচিৎ? সাইট এর পোস্ট কি ডিলিট করে দিবো, নাকি ঐ রকম রাখলে কোন সমস্যা আছে?  দয়া করে বিস্তারিত জানাবেন!!



Share with your friends

কপিরাইট বলতে অন্য কিছুর সঙে হবুহ মিল বুঝায়। অর্থাৎ আপনি আপনার সাইটে এমন কিছু স্ক্রিপ্ট বা পোস্ট রেখেছেন যা অন্য একটি সাইটের পোসট বা স্ক্রিপ্ট এর সঙে মিল রয়েছে। তাই তারা আপনার কাছে Notice পাঠিয়েছে। তারা ইচ্ছে করলে কপিরাইট আইনে আপনার নামে মামলাও করতে পারবেন। কারণ বিনা অনুমতিতে কপিরাইট শাস্তিযোগ্য অপরাধ।

তাই আপনার যে পোস্ট বা স্ক্রিপ্ট এর সমস্যা রয়েছে তা মুছে ফেলুন।

Talk Doctor Online in Bissoy App