আর অল্প দামের মধ্যে কোন প্রিন্টার টা ভালো হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
JAShakil

Call

লেজার প্রিন্টার কার্টিজ প্রিন্টার থেকে তুলনামুলক ভালো গতির এবং এটা ছোপ ছোপ রঙ্গের না করে পরিস্কার প্রিন্ট করে । তাই লেজার প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটিও ভালো । তাছাড়া লেজার প্রিন্টার খুব দামী এবং এই প্রিন্টার টোনার ব্যবহার করে প্রিন্ট করে । কিন্তু কার্টিজ প্রিন্টার কালি ব্যবহার করে । আপনি যদি অল্প দামে কিনতে চান তাহলে আপনার জন্য কার্টিজ প্রিন্টারই ভালো । আর ফটো প্রিন্টার থেকে ছবি ও টাইপকৃত পেজ প্িন্ট করা যায় । কিন্তু সাধারণ প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করা যায়না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ