আমার Winmax w20 অনেক বেশি mb কাটে ডাটা কানেকশন অন করলেই। কম কাটানোর কোন উপায় আছে কি ?
Share with your friends
BidhanDey

Call

আপনি ফোনের সেটিং এ গিয়ে ডাটা ইউস এ গিয়ে রেসটিক ব্যাকগ্রাউন্ড ডাটা লিখাতে একটা টিক দিন, ব্যস এখন থেকে কম ডাটা কাটবে।

Talk Doctor Online in Bissoy App

স্মার্টফোনে অ্যাপস অটো আপডেটের কারণে হঠাত করেই অনেক এমবি অনিচ্ছা স্বত্বেও খরচ হয়ে যায়। আপনি অ্যাপস অটো আপডেট অফ করে রাখুন এবং ব্যাকগ্রাউন্ড ডাটা Restrict করে দিন।

Talk Doctor Online in Bissoy App
Call

setting →data uses→auto anyc এখানে টিক চিহ্ন দেয়া থকলে তা মুছে দিন।তাহলেও অনেক কম এমবি কাটবে।তাছাড়া আপনি অপেরা মিনি দিয়ে নেট ব্রাউজ করবেন কারন এতে অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেক কম এমবি কাটে

Talk Doctor Online in Bissoy App

যেভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ডাটা খরচ কমাবেন…

অটো আপডেট বন্ধ করাঃ

সাধারণত আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলো নেট কানেকশন পেলে প্লে স্টোর থেকে আপডেট ডাউনলোড করে থাকে। তবে অনেক ক্ষেত্রে এই আপডেট আপনার বিরক্তির কারণ হয়ে দাড়ায়। কারণ অ্যাপ গুলো আপডেট হওয়ার সময় আপনার ডিভাইসটি তুলনামূলক ভাবে স্লো হয়ে যায়। এছাড়া আপডেটের কারণে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার স্মার্টফোনের ডাটা প্যাকেজের ডাটাও খরচ হতে থাকে।  যেভাবে অটো আপডেট বন্ধ করবেন।

১) প্রথমে আপনার ডিভাইসে Play Store অ্যাপটি ওপেন করুন। এরপর আপনার ডিভাইসের মেনু বাটন বা ডিভাইসের 3 Dot মেনুতে ক্লিক করুন।

২) এবার আপনি যে মেনু পাবেন সেখান থেকে প্লে স্টোর সেটিং অপশনে ক্লিক করুন। এবার সেটিংস মেনু থেকে  ‘Auto-update apps’ অপশন সিলেক্ট করুন।

৩) ‘Auto-update apps’ অপশনে ক্লিক করার পর আপনি নিচের তিনটি অপশন সহ একটি পপ আপ পাবেন…

-Do not auto-update apps

-Auto-update apps at any time. Data Charges may apply and

-Auto-update apps over Wifi only

৪) এই তিনটি অপশন থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিন।

অ্যাপ ডাটা সেটিংঃ 

অনেক সময় আমাদের ডিভাইস গুলোতে এমন কিছু অ্যাপ থাকে যা নিজে নিজেই নিয়মিত আপডেট হয়। যেমন ধরুন Google+। সাধারণত Google+ আপনার ডিভাইসে থাকা ছবি গুলো ক্লাউডে ব্যাকআপ করে থাকে, যাতে যেকোন সময় আপনি আপনার ইচ্ছা মত ছবি গুলো দেখতে পারেন। এক্ষেত্রে ছবিগুলো যদি বড় মাপের তাহলে তো কথাই নেই, আপনার ডাটা প্ল্যানের বারোটা বাজতে খুব একটা সময় লাগবে না। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল এই ধরণের অ্যাপগুলোর Settings > Auto-Backup যেয়ে আপনার মিডিয়া ফাইল গুলোর জন্য ব্যাকআপ অপশন সিলেক্ট করে দিতে পারেন।

Restrict background Data

এবার আসি এমন কিছু অ্যাপের কথায় যারা ঘুমানোর সময় ও খাওয়া দাওয়া বন্ধ করে না। অর্থাৎ যে অ্যাপ গুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় ও ডাটা ব্যবহার করে থাকে। সাধারণত জিপিএস ডাটার উপর ভিত্তি করে অ্যাপ গুলো অটো আপডেট হয় বলেই এমনটি হয়ে থাকে। ICS এবং JellyBean ডিভাইস গুলোতে এই সমস্যার সমাধানের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখতে পারেন। আর এই কাজটি করার জন্য আপনি আপনার ডিভাইসের সেটিংস্‌ মেনু থেকে Data Usage এ যেয়ে মেনু থেকে Restrict background data অপশনটি মার্ক করে দিলেই হবে।

Reduce your syncing

আমরা অনেকেই আমাদের হোম স্ক্রীনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানা রকম উইজেট ব্যবহার করে থাকি,বিশেষ করে ওয়েদার উইজেট। এই উইজেট গুলো প্রতিনিয়ত আপডেট হয় আপনাকে সর্বশেষ আপডেটেড ইনফর্মেশনটি দেয়ার জন্য। accounts sync হওয়ার কারণেও ডাটা খরচ হয়ে থাকে। তাই প্রয়োজন না থাকলে আপনি এই Sync অফফ করে রাখতে পারেন। এক্ষেত্রে Settings > Data Usage > Menu > তে যেয়ে Auto-sync data অপশনটি আনচেক করে দিলেই হবে।

Talk Doctor Online in Bissoy App
PintuMondol

Call

Go to Setting=>Data use=>rejacet backgaround data 

Talk Doctor Online in Bissoy App