পৌরসভা হচ্ছে দেশের শহরাঞ্চলীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি একক। শহররে সবরকম প্রশাসনিক কার্যক্রম এখান থেকে শুরু হয়। আর "মেয়র" হল কোনো শহর বা কোনো প্রাদেশীক রাজধানীর সর্বোচ্চ পৌর সরকারের অফিসার। অনেক পৌরসভায় পরিচালনাতে একজন মেয়র থাকেন প্রধান কার্য নির্বাহক হিসেবে বা পৌরসভার অন্য কোনো অফিসিয়াল দায়িত্বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ