তাবলীগ কি?


শেয়ার করুন বন্ধুর সাথে

Call

তাবলিগ জামাত একটি ইসলাম ধর্মভিত্তিক কাজ (তাবলীগ জামাতের ওলামাদের মতে এটি কোন সংগঠন নয়) যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা। সাধারণত মানুষকে আখিরাত, ঈমান, আমল-এর কথা বলে তিনদিনের জন্য উদ্বুদ্ধ করা হয়। এর পর যথাক্রমে সাতদিন ও চল্লিশদিন-এর জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত-এর কাজে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। 

তাবলিগ জামাত-এর মুল ভিত্তি হিসেবে ধরা হয় ৬টি উসুল বা মূলনীতিকে। এগুলো হলো: 
১. কালিমা
২. নামায
৩. ঈল্‌ম ও যিকির
৪. একরামুল মুসলিমিন বা মুসলমানদের সহায়তা করা
৫. সহিহ নিয়ত বা বিশুদ্ধ মনোবাঞ্ছা, এবং 
৬. তাবলিগ বা ইসলামের দাওয়াত

তথ্যসূত্র: https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97_%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ