শেয়ার করুন বন্ধুর সাথে

ন্যাবা হল একটি বিশেষ রোগের নাম। যাকে আমরা প্রচলিত ভাষায় জণ্ডিস রোগ হিসেবে চিনি। ন্যাবা একটি বাংলা পরিভাষা। এছাড়া এ রোগটি পাণ্ডুরোগ, বা কামলা রোগ নামেও পরিচিত। জন্ডিস: আমাদের শরীরে রক্তে বিলিরুবিনের মাত্রাধিক্যের কারনে জণ্ডিস দেখা দেয়। রক্তের লোহিত কনিকা গুলো স্বাভাবিক নিয়মে ভেংগে গিয়ে বিলিরুবিনের সৃষ্টি হয়। অতঃপর লিভারে প্রক্রিয়া জাত হয়ে পিওরসের সাথে মিশে পিওনালির মাধ্যমে পরিপাক তন্ত্রে প্রবেশ করে। অন্ত্রের থেকে বিলিরুবিন মল অাকারে শরীর থেকে নির্গত হয়ে যায়। বিলিরুবিনের স্বাভাবিক প্রক্রিয়ায় কোন প্রকার বাধা সৃষ্টি হলে রক্তে বিলিরুবিনের পরিমান বেড়ে যায় এবং জণ্ডিস দেখা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ