প্লিজ পুরোটা ভালোভাবে পরে বুঝেশুনে উত্তর দিন-: HP pavillion G6,, আমার ল্যাপটপটা অফলাইনে আপনাআপনি বন্ধ হয় না কিন্তু নেট ব্রাউজিং এর জন্য মডেম লাগিয়ে কিছুক্ষন ব্রাউজ করলেই নিজে নিজেই ল্যাপটপের ডিসপ্লে 2-3বার অন-অফ হয়ে ল্যাপটপ টা Sleep mood এ চলে যায়।তার একটু পর টাচপ্যাডে টাচ করলে পুনরায় চালু হয়।দয়া করে জানাবেন কি কেন এই সমস্যা হচ্ছে এবং এটা কি সফটওয়্যার জনিত প্রবলেম নাকি হার্ডওয়্যার? এই প্রবলেমের পারফেক্ট সলিউশন কি?
Share with your friends

স্পিড কম থাকায় এ রকম হয়।

Talk Doctor Online in Bissoy App

আপনার নেট চালানো ওই সফ্টওয়ারটি windows এ ফেসে গেছে। সুতরাং আপনি যদি এটাকে solve করতে চান তাহলে আপনাকে উইন্ডোজ দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

Ram কম থাকায় প্রচুর চাপ পড়ার ফলে এরকম হচ্ছে.............

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি Control panel-> Hardware and sound-> Power Option->edit plan setting ত্র যাবেন turn of the display তে ১০ মিনিট( ইচ্ছে হলে আরও বেশি ) দিতে পারেন এবং Put the computer to sleep এখানে ৩০ মিনিট ( স্ট্যান্ডবাই সময় বারাতে চাইলে আরও বেশি দিতে পারেন )

আশা করি কাজ হবে

Talk Doctor Online in Bissoy App