বাংলাদেশে সর্বপ্রথম যে চলচিএ টি প্রকাশ পায়,তার পরিচালক কে ছেলেন?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

বাংলাদেশের সিনেমার ইতিহাস শুরু হয় ১৯২৮ সাল থেকে। কিন্তু প্রথমদিকের সিনেমাগুলি ছিল শব্দহীন, যাকে বলে নির্বাক সিনেমা (Silent Movie)।

প্রকৃত অর্থে বাংলাদেশের প্রথম সবাক সিনেমা হল, "মুখ ও মুখোশ" যা ১৯৫৬ সালে মুক্তি পায় এবং এর পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান।

তথ্য সূত্র: https://en.wikipedia.org/wiki/List_of_Bangladeshi_films#1928.E2.80.931947 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ